বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর

আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর

সিলেট, ২৮ মার্চ, এবিনিউজ : সিলেটের শিববাড়ির আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাড়িটি হস্তান্তর করা হয়। এর আগে সেনাবাহিনী তাদের যানবাহন ও সরঞ্জাম সরিয়ে নেয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে একের পর সাজোয়া যান, সেনা অ্যাম্বুলেন্স ও সেনাসদস্যদের বহন করা গাড়ি বের হয়ে আসে শিববাড়ি এলাকা থেকে। এসময় সেনাসদস্যরা বিজয় চিহ্ন দেখান। এলাকাবাসী তাদের হাততালি দিয়ে অভিনন্দন জানান।

তবে অভিযান ‘টোয়াইলাইট’ শেষ হওয়ার কোন ঘোষণা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো দেয়া হয়নি। অভিযানের পঞ্চম দিনে দুপুরে আতিয়া মহলের ভেতর থেকে বিস্ফোরকের শব্দ শোনা যায়। তবে সেখানে এখনো এলাকায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

এদিকে, গতকাল হস্তান্তর হওয়া দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন করেছে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত নারী জঙ্গির নাম মনজিয়ারা পারভীন, সীতাকুণ্ডে আটক জঙ্গি জুবায়দা ইয়াসমিনের বোন বলে ধারণা করছে পুলিশ। তবে সে মর্জিনা কিনা নিশ্চিত হতে বান্দরবান থেকে পরিবারের সদস্যদের সিলেটে ডেকে পাঠানো হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত