
মুন্সিগঞ্জ, ৩১ মার্চ , এবিনিউজ : মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সোনারগাঁওয়ের লেংটার মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সামসুল আলম জানান, সোনারগাঁওয়ে লেংটার মেলায় যাওয়ার পথে বিকালে মেঘনা নদীতে প্রচন্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়।“এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাস্থলের পাশ থেকে তিনজনের লাশ উদ্ধার করে।” তবে ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তার ট্রলারের অদূরেই নারী-পুরুষসহ শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মেঘনা নদীর মোহনায় ডুবে যায়। এটি লেংটার মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় অপর এক মাঝি সেলিম মিয়া বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে তার ট্রলারে উঠিয়েছিলেন। অনেকেই সাঁতরে তীরে উঠে যায়। তবে, তিনজন নদীতে ডুবে মারা যায়। আর কেউ নিখোঁজ আছে কিনা সে ব্যাপারে উদ্ধার কাজ চলছে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর