সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

বান্দরবান, ৩১ মার্চ, এবিনিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে তুষার দে নামে এক পুলিশ কনস্টেবল নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করেছেন। আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ভেতরেই এ ঘটনা ঘটে।

জানা গেছে, তুষার দে নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে ট্রিকারে চাপ দেন, এতে তার মাথা ভেদ করে গুলি বের হয়ে যায়। ঘটনার পর তুষারকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হচ্ছে। গুলিতে তার মাথায় বড় ধরণের ক্ষত হয়েছে। তুষারের বাড়ি চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল কবির বলেন, ‘আমরা হাসপাতালে যাচ্ছি, পরে বিস্তারিত জানাবে।’

জানা গেছে, গত কিছুদিন ধরে তুষার দে ঘুমধুম তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত