![স্বামীকে বাঁচাতে এসে গৃহবধূ খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/31/khun@abnews_69906.jpg)
নড়াইল, ৩১ মার্চ, এবিনিউজ : নড়াইলের কালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা এবং তার স্বামীকে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের কচুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমী বেগম (২৫) ওই গ্রামের বাবুল শেখের (২৯) স্ত্রী। আহত বাবুল শেখকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বাবুল শেখের সাথে প্রতিবেশি দুলু শেখের বিরোধ ছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করতে যান বাবুল শেখ। এতে ক্ষিপ্ত হয়ে দুলু শেখ ও তার লোকজন শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বাবুল শেখের বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষরা বাবুল শেখকে কোপাতে থাকলে স্ত্রী রুমী বেগম ঠেকাতে যায়। এ সময় রুমী বেগমের মাথায় কোপ লাগলে মারা যান তিনি।
নড়াগাতী থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এবিএন/মমিন/জসিম