ফেনী, ৩১ মার্চ, এবিনিউজ : ফেনীর সদর উপজেলার ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই জন শিক্ষিকার অপসারণের দাবিতে গতকাল বৃসস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও অভিভাবকরা বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের শিক্ষিকা শায়েলা আক্তার চৌধুরী ও উম্মে কুলসুম জোবায়দা আফনান বিলম্বে বিদ্যালয়ে আসেন এবং ছাত্র ছাত্রী না পড়িয়ে অফিসে অলস আড্ডায় ব্যস্ত থাকেন। এছাড়া তারা প্রধান শিক্ষিকার সাথে অশোভন আচরণ করেন। এসব কারণে বিদ্যালয়টির শিক্ষার মান অবনতির ছাড়াও ছাত্র ছাত্রীর সংখ্যা হ্রাস পেয়েছে। উল্লেখিত দুজন শিক্ষিকা গত বিশ বছর যাবত উক্ত বিদ্যালয়ে অবস্থানের কারণে পরিচালনা পরিষদের পরামর্শ ও সিদ্বান্ত উপেক্ষা করে তাদের ইচ্ছামত চলছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ উর্ধ্বতন মহলে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা না হওয়ায় তারা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য আব্দুর রহিম ফিরোজ, এলাকাবাসির পক্ষে জয়নাল আবদিন ভুঁইয়া, মো. ইসমাইল হোসেন, আবুল বাসার প্রমুখ।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/স্বপ্না