রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বান্দরবানে কাঠবোঝাই ট্রাক খাদে: নিহত ২

বান্দরবানে কাঠবোঝাই ট্রাক খাদে: নিহত ২

বান্দরবান, ৩১ মার্চ, এবিনিউজ : বান্দরবানে কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে থানছি উপজেলার কাইতং পাড়া এলাকায়। নিহত দুজনের মধ্যে এজনের নাম পাওয়া গেছে। তার নাম মুজিবুর রহমান (৩৮)। তার বাড়ি পটুখালি জেলার বাউফল এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পাহাড়ি খাড়া পথে অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক কাইতং পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকটিতে থাকা দুই শ্রমিক কাঠ চাপা পড়ে নিহত হয়।

থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত