সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ, ০১ এপ্রিল, এবিনিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে।

পরে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কী কারণে এই আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা বা ফায়ার সার্ভিস।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগে। এরপর মাধবপুর, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে তদন্ত চলছে। পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

স্থানীয়রা জানায়, শাহজীবাজারে স্থাপিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এনার্জি প্রিমায় বিকেলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার (পিএম) ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

বিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত