শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় সাহিত্য পরিষদ’র উদ্বোধন

বরগুনায় সাহিত্য পরিষদ’র উদ্বোধন

বরগুনা, ০১ এপ্রিল, এবিনিউজ: ‘সুষ্ঠু সাহিত্য চর্চা, পরিচ্ছন্ন সমাজ গঠনের হাতিয়ার’ এ শ্লোগান নিয়ে বরগুনায় সাহিত্য পরিষদ (বসাপ) এর যাত্রা শুরু হয়। বরগুনা সাহিত্য পরিষদ (বসাপ)’র উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুজ্জামান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ শনিবার দুপুর ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরগুনা সাহিত্য পরিষদের উপদেষ্টা সনাক সভাপতি আবদুর রব ফকির, সি. সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভীন, অধ্যক্ষ হুমায়ুন কবির প্রমূখ। বরগুনা আইডিয়াল কলেজের প্রভাষক তাপস চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি কায়কাউস স্বপন, যুগ্ম সম্পাদক তারিক বিন আনছারী সুমন, দপ্তর সম্পাদক বীরেন্দ্র কিশোর সরকার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল হক । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চন্দ্রিমা দেয়া ও আবিদা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়। সদস্যদের দাবীর প্রেক্ষিতে বরগুনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জেলা শিল্পকলা একাডেমীতে একটি কক্ষ বরগুনা সাহিত্য পরিষদের জন্য বরাদ্দ দেয়ার আশ্বাস প্রদান করেন।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত