![খালার বাড়ী বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হলেন মুনিরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/02/panite-nikhoj@abnews_70286.jpg)
মুন্সিগঞ্জ , ০২ এপ্রিল , এবিনিউজ : সিরাজদীখানের চিত্রকোট ইউনিয়নের কমলপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হলেন মুনিয়া আক্তার (১৭)। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মুনিয়া ঢকা মিরপুর ৬ এর বাসিন্দা আরিফ মল্লিকের মেয়ে। এ বছর সে মিরপুর আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে । তার আর পরীক্ষার ফলাফল জানা হলনা ।ঘটনা সত্যতা স্বীকার করে, ইনচার্জ শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র মো. আমিনুল ইসলাম জানান,‘মুনিয়া এবং তার বড় বোন পিয়াংকা আক্তার(২০) ৩/৪ দিন আগে কমলপুরে খালার বাড়ীতে বেড়াতে আসে ।গতকাল শনিবার দুপুরে তারা দ’ুবোন,খালু আফসার উদ্দিন এবং ১ খালাত বোন ইছামতি নদীতে গোসল করতে গেলে সবার অলক্ষে মুনিয়া পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন । খবর পেয়ে ঢাকা থেকে ডুবরীর দল এসে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ৪ ঘন্টা অভিযান চালিয়ে নিখোজ মুনিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর