![নড়াইল-যশোর-খুলনা-মাগুরা রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে জনসাধারণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/02/poribohon-dhormoghot@abnews_70289.jpg)
নড়াইল , ০২ এপ্রিল , এবিনিউজ : নড়াইল-যশোর-খুলনা-মাগুরাসহ বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকাল থেকে হঠাৎ করে সাধারণ শ্রমিকেরা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন। নড়াইল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকায় জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। শ্রমিকেরা জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া পেশাদার বা অপেশাদার চালক গাড়ি চালালে কারাদন্ড ও জরিমানার বিধান রেখে গত ২৭ মার্চ সোমবার মন্ত্রিসভায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ায় বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ সভায় আরো যেসব আইনের কথা বলা হয়েছে, সেসব আইনও বাস চলাচলের ক্ষেত্রে চালকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন শ্রমিকেরা। তবে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যকরি সভাপতি ছাদেক আহম্মদ খান জানান, কোনো প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। নড়াইল-যশোর-খুলনাসহ বিভিন্ন রুটে এই ধর্মঘট চলছে। শুনেছি, ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ায় শ্রমিকেরা বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।
এবিএন/ফরহাদ খান/জসিম/নির্ঝর