সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

ঢাকা-সিলেট রেল যোগাযোগ বিকল্প উপায়ে শুরু

ঢাকা-সিলেট রেল যোগাযোগ বিকল্প উপায়ে শুরু

হবিগঞ্জ (সিলেট), ০২ এপ্রিল, এবিনিউজ : ঢাকা-সিলেট রেল যোগাযোগ বিকল্প উপায়ে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকেই হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামে। এতে উপজেলার ইটাখোলা এলাকার তেলনিয়া খালের উপর নির্মিত ৫৫নং রেল ব্রীজের পিলার ধসে পড়ে। ফলে বন্ধ হয়ে পড়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। গতকাল শনিবার রাত থেকে সিলেট থেকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন আপডাউন করছে। নোয়াপাড়া- থেকে মনতলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা যাত্রীরা নিজ নিজ দায়িত্বে গিয়ে অপর ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, ‘বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু হওয়ার ফলে লোকাল যাত্রীরা আসা যাওয়ার সুযোগ পেয়েছে। যাত্রীদের ভোগান্তি হলেও আজ রবিবার এবং আগামীকাল সোমবার এভাবেই যাতায়াত করতে হবে। সোমবারের মধ্যে ব্রিজ চালু হবে। ফলে মঙ্গলবার সরাসরি সারাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে।’

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত