
হবিগঞ্জ, ০৩ এপ্রিল, এবিনিউজ : বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী আবারও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বছরও তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।এলজিএসপি বার্ষিক অডিড প্রতিবেদন ও উপজেলা প্রশাসন কর্তৃক ইউনিয়ন পরিষদ সমূহের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান ঘোষণা করা হয়। উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা,জবাবদিহিতা,রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, গ্রাম আদালতের সুফল ,হোল্ডি ট্যাক্স আদায়,স্ট্যান্ডিং কমিটির গতিশীলতা, নারীর ক্ষমতায়ন, তথ্যসেবা কেন্দ্র সচল রাখা, স্বাস্থ্য, নৈতিক ও ধর্মীয় শিক্ষার উন্নয়ন, গ্রামীণ খেলাধূলা চর্চা এবং মাদকসহ অপরাধ প্রবণতা কমেছে।
এবিএন/মো. নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/স্বপ্না