সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় ওসির বিরুদ্ধে আসামী ছেড়ে দেওয়ার অভিযোগ

বরগুনায় ওসির বিরুদ্ধে আসামী ছেড়ে দেওয়ার অভিযোগ

বরগুনায় ওসির বিরুদ্ধে আসামী ছেড়ে দেওয়ার অভিযোগ

বরগুনা, ০৫ এপ্রিল, এবিনিউজ : বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) শাহ মো. ফয়সাল আহমেদ এর বিরুদ্ধে ২৫ হাজার টাকা ঘুষের বিনিময় ৬ ঘন্টা পর ধর্ষণ মামলার প্রধান আসামীকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে আসামীকে ছেড়ে দিলেও নাবালিকা ভিকটিমকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাদী মোসা. দুলিয়া বেগম জানান, তার কলেজ পড়ুয়া মেয়েকে বামনা উপজেলার নিজ আমতলী গ্রামের পনু হাওলাদারের ছেলে পারভেজ ও তার বন্ধু হাচান ২৮ মার্চ বেলা ১১টায় চরখালী রাস্তা থেকে অপহরণ করে ৮দিন পারভেজের দখলে রেখে ধর্ষণ করে। পরের দিন দুলিয়া বেগম বামনা থানায় মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে সাধারণ ডাইরী করেন। এরপর দুলিয়া বেগম বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত রবিবার ওই আসামীদের বিরুদ্ধে একটি মামলা করে। আদালতের নির্দেশনা অনুযায়ী বামনা থানা সোমবার মামলাটি রেকর্ড করে ওই দিন রাত ৮ টায় আসামী পারভেজ ও ভিকটিম ( খাদিজা) কে পারভেজের বাড়ী থেকে গ্রেফতার করে। রাত দুইটার সময় বাদী পক্ষ থানা থেকে সরে আসার পর ২৫ হাজার টাকা ঘুষের বিনিময় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো, ফয়সাল আহমেদ আসামী পারভেজকে থানা থেকে ছেড়ে দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে ভিকটিমকে আদালতে সোর্পদ করা হয়। এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, আসামী অসুস্থ্য এ কারনে আইনানুগ ভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামীকে গ্রেফতার করার পর ছেড়ে দেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, ঘুষ নেওয়ার বিষয়টি সত্য নয়। তারপরও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত