![ফেনীতে ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর কর্মসূচী পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/05/abnews-24.comabbbbb_70778.jpg)
ফেনী, ০৫ এপ্রিল, এবিনিউজ : ফেনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে সদর উপজেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। এতে ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুল আবসার আপন, সাধারন সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ, সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস শুক্কুর মানিক, শহর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও কলেজ ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/তোহা