![সেনবাগে গ্রুপিং মামলায় বিএনপির সেক্রেটারী খোকন গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/05/grafter@abnews_70845.jpg)
সেনবাগ(নোয়াখালী), ০৫ এপ্রিল , এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৬নং কাবিলপুর ইউনিয়নের আজিজপুর-মহিদীপুর ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মো. আলমগীর হোসেন প্রকাশ খোকন (৪৫) কে গ্রেফতার করেছে। খোকন আজিজপুর গ্রামের এবাদ উল্যারহ ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করে। আজ বুধবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করার কথা রয়েছে। পুলিশ জানায় খোকনের বিরুদ্ধে ২০১৫ সালের ৭ নভেম্বর পালনকে কেন্দ্র করে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোকন ।
এবিএন/ফিরোজ আলম ভূঞাঁ/জসিম/নির্ঝর