![সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ফের বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/05/sylhet-railway_70931.jpg)
মৌলভীবাজার, ০৫ এপ্রিল, এবিনিউজ : টানা চার দিন বন্ধ থাকার পরে চালু হওয়ার দুই দিনের মাথায় আরেকটি রেল সেতু দেবে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ের ১৪১ নম্বর সেতুর মাটি সরে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
আজ বুধবার বিকেল ৩টায় রেল যোগাযোগ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শ্রীমঙ্গল-সাতগাঁও স্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় ওই রেল সেতুটির মাটি সরে দেবে যাওয়ায় রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর ব্রিজে গত ২৯ মার্চ বৃষ্টির পর মাটি সরে যায়।
পরদিন মেরামতের সময় একটি পিলার ধসে গেলে সারা দেশে সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। চার দিন পর সোমবার ফের রেল চলাচল স্বাভাবিক হয়েছিল।
এবিএন/জনি/জসিম/জেডি