বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • মাদারীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

মাদারীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

মাদারীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

মাদারীপুর, ০৬ এপ্রিল, এবিনিউজ : মাদারীপুর জেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বুধ ও বৃহঃবার দুইদিন ব্যাপি বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মিয়াজ উদ্দিন খান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকউজ্জামান শাহীন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যায়পিকা তাহমিনা সিদ্দিক, কালকিনি পৌরসভার মেয়র মোঃ এনায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মাহামুদুল হাসান দুদুল কাজী, মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান কাজী নাসরিন, বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল হক খানের সভাপতিত্বে ও জাকির হোসেন খানের পৃষ্ঠপোষকতায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, বাংলাদেম মফস্বল সাংবাদিক ফোরাম মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক সাব্বির হোসাইন আজিজ, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এমদাদ আলী খান বাদশা, প্রাক্তন প্রধান শিক্ষক শাহাদাত হোসেন খান, ফরহাদ খান, আনোয়ার হোসেন হাং তুষার খান, ফয়সাল খান, শাহআলম তালুকদার, খবির তালুকদার সহ এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উপস্তিত ছিলেন।

উক্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথির বক্তবে মিয়াজ উদ্দিন খান সকলকে শুভেচ্ছা ও বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ,প্রধান শিক্ষক সহ সকল কর্মকর্তা বৃন্দকে সুন্দর সুচছিংখল ভাবে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা করার জন্য সকলকে ধন্যবাদ জনান এবং ছেলে/মেয়ে দশ বিভাগে মোট ১৮০টি পুরস্কার দেওয়া হয়। এদের মাঝে চ্যাম্পিয়ন হয় তিন জন সহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত