সিলেট, ০৬ এপ্রিল, এবিনিউজ : সিলেটের শিববাড়ী আতিয়া মহলে র্যাবের পরিচালিত ‘অপারেশন ক্লিয়ার আতিয়ামহল’ এ ৪র্থ দিন পর্যন্ত জঙ্গিদের ফেলে যাওয়া ৯টি হাতে তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বোমা নিষ্ক্রিয়কারীদল।
এছাড়া ইতিমধ্যে ৫ তলা ভবনের নিচতলা ধ্বংসস্তুপ সরিয়ে তা ঝুঁকিমুক্ত করা হয়েছে। পুরো ভবন ঝুকিঁমুক্ত করতে আরো সময় লাগবে।
সন্ধ্যায় আতিয়া মহলের পাশে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি বলেন, জঙ্গিদের ব্যবহৃত ফ্ল্যাটে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ইলেকট্রনিক সার্কিট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
তিনি আরো জানান, পুরো ভবন ঝুঁকিমুক্ত করতে আরো কিছু সময় লাগবে। তাই ভবনের বাসিন্দা এবং আশপাশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ধৈর্য ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোমা নিষ্ক্রীয় দলের প্রধান লে. কর্নেল আরিফুল ইসলাম।
এবিএন/শংকর রায়/জসিম