বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তালতলীতে বিএনপি প্রার্থীর কর্মীকে এলাকা ত্যাগের হুমকি
ইউপি নির্বাচন

তালতলীতে বিএনপি প্রার্থীর কর্মীকে এলাকা ত্যাগের হুমকি

তালতলীতে বিএনপি প্রার্থীর কর্মীকে এলাকা ত্যাগের হুমকি

বরগুনা, ০৭ এপ্রিল, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থীর কর্মীদের হাত পা ভেঙ্গে দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী খান মো. শাহআলম মাস্টার গতকাল বৃহস্পতিবার বিকেলে তালতলী প্রেসক্লাবে উপস্থিত হয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দুলাল ফরাজী ও তার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দুলাল ফরাজীর নেতৃত্বে তার বহিরাগত সমর্থকরা নলবুনিয়া ফরেস্ট অফিসের রাস্তার মাথায় দোকানের সামনে বসে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী খান মো. শাহআলম মাস্টারের নির্বাচন পরিচালনা কামিটির সদস্য পূর্ব নলবুনিয়ার গ্রামের ছিদ্দিক হাওলাদার এবং ছাত্রদল কর্মী নাছির উদ্দিন খানকে হাত পা ভেঙ্গে দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। এ ছাড়াও ঐ প্রার্থীর বিধি লঙ্গন করে ৩০টি মটর সাইকেল নিয়ে সোভাযাত্রা চালিয়েছে। ওসি কমলেস চন্দ্র হালদার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত