![মাশরাফিকে অধিনায়ক পদে ফিরে পেতে উত্তাল নড়াইল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/08/mash-norail@abnews_71321.jpg)
নড়াইল, ০৮ এপ্রিল , এবিনিউজ : প্রিয় মাশরাফিকে অধিনায়ক পদে ফিরে পেতে উত্তাল নড়াইল। এ দাবিতে সভা-সমাবেশেসহ সকাল বিকাল রাজপথে নানা কর্মসূচি পালন করছে নড়াইলবাসী।এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার সন্ধায় আলোর মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল-যশোর সড়কে নড়াইল চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মানবন্ধন শেষে একটি অলোর মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা, যে কোন মূল্যে নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে স্বপদে ফিরে পাবার দাবি জানান। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। তাছাড়া মাশরাফিকে অধিনায়ক পদে ফিরে পাবার দাবিতে সভা-সমাবেশেসহ রাজপথে নানা কর্মসূচি পালন করছে দেশবাসী এর অংশ হিসেবে গতকাল শুক্রবার লোহাগড়া পাইলট হাই স্কুলমাঠে মসজিদ পাড়া যুবসংঙ্গ,ইয়াং ইস্টার ক্রিকেট একাডেমি,নিরাপদ সড়ক চাই নিসচা এবং মাশরাফি ভক্ত ফাউন্ডেশনের আয়োজনে সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পাইলট স্কুলের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মাশরাফি ফাউন্ডেশনের উপদেষ্টা ও নিসচার জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, পাইলট স্কুলের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,যুগান্তর প্রতিনিধি বিপ্লব রহমান, মসজিদ পাড়া যুবসংঙ্গ ও ইয়াং ইস্টার ক্রিকেট একাডেমির সদস্যবৃন্দু সহ আর অনেকে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর