![মুন্সিগঞ্জে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আসামী পলাতক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/08/fensidil-uddhar@abnews_71347.jpg)
মুন্সিগঞ্জ, ০৮ এপ্রিল , এবিনিউজ : মুক্তারপুরের বিসিক সংলগ্ন গোলাম রায়ের বাগের দিঘিরপার মাদবর বাড়ীর সামনে থেকে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পাতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এস. আই মো: শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৬৯ বোতল ফোনসিডিল জব্দ করে। এস.আই মো: শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোলাপ রায়ের বাগ, মাদবরবাড়ী দিঘিরপাড় মুরাদ হোসেন ভুইয়ার ছেলে মো: সুমন ভূইয়া ফেনসিডিল নিয়ে বিক্রি করার জন্য অবস্থান করছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল রেখে সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৯ বোতল ফেনসিডিল জব্দ করে। এ বিষয়ে এস.আই মুরাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে সদর থানায় একটা মামলা হয়েছে যার নম্বার ১৩।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর