শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে বিদ্যুৎ না পেয়ে জোনাল অফিস ঘেরাও : ৩ দিন পর বিদ্যুৎ পেল এলাকাবাসী

সোনাগাজীতে বিদ্যুৎ না পেয়ে জোনাল অফিস ঘেরাও : ৩ দিন পর বিদ্যুৎ পেল এলাকাবাসী

সোনাগাজীতে বিদ্যুৎ না পেয়ে জোনাল অফিস ঘেরাও : ৩ দিন পর বিদ্যুৎ পেল এলাকাবাসী

সোনাগাজী (ফেনী), ০৮ এপ্রিল, এবিনিউজ : সোনাগাজী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কর্মকর্তদের ঘেরাও করে তিন দিন পর বিদ্যুত সংযোগ পেলেন এলাকাবাসী। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার সময় বিদ্যুৎ কর্মকর্তাদের ঘেরাও করার ঘটনাটি ঘটে। জানা যায়, গত বুধবার ঝড়ের পর তিনদিন যাবৎ উপজেলার সিংহভাগ এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।এলাকাবাসীর অভিযোগ বিদ্যুত অফিসের অসাধু কর্মকর্তাদের চাহিদামত উৎকোষ না দিতে পারায় তারা সংযোগ দিতে গড়িমসি করছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার সময় পল্লী বিদ্যুত সমিতির তিন কর্মকর্তা গাড়ী যোগে ফেনী থেকে সোনাগাজী যাচ্ছিল।পথিমধ্যে তারা উপজেলার মতিগঞ্জ বাজার পার হওয়ার সময় ক্ষুদ্ধ এলাকাবাসীর রোষানলে পড়ে।এলাকাবাসী তাদের গাড়ী থেকে টেনে হেচড়ে নামিয়ে ঘেরাও করে রাখে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা করলে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠে।এসময় এলাকাবাসী বিদ্যুত সংযোগ দেওয়া ছাড়া তাদের ছাড়বেনা বলে পুলিশ কে সাফ জানিয়ে দেয়। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তাৎক্ষনিক ভোয়াগ-বাদাদিয়া এলাকায় বিদ্যুত সংযোগ দিলে পরিস্থিতি শান্ত হয়।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত