ফেনী , ০৯ এপ্রিল , এবিনিউজ : ফেনী সদরের শর্শদীতে মোর্শেদা আক্তার চুমকি (১৯)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পু্লশি। গতকাল শনিবার রাত ৮টার দিকে ইউনিয়নের নোয়াবাদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী। গত ৮ মাস পূর্বে প্রেম করে তারা বিষয়ে করেন।ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অপরদিকে ফেনী সদরের ধর্মপুরে সালিশী বৈঠকে সন্ত্রাসী হামলায় মহিলা মেম্বারসহ ২জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা জানান ধর্মপুর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগমের ছেলে ও স্থানীয় পূর্ব কাছাড় জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ছাত্র অন্তরকে গত কয়েকদিন পূর্বে স্কুল চলাকালীন সময়ে মারধর করে নাক ফাটিয়ে দেন তার এক সহপাঠী। এ ঘটনায় শনিবার বিকালে সালিশী বৈঠক ডাকা হয। সালিশী বৈঠক চলাকালীন সময়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও বহু মামলার আসামী ফরিদ উদ্দিন মিল্লাতের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মহিলা মেম্বারের স্বামী জামাল উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় মহিলা মেম্বার সেলিনা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহত জামালকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসী মিল্লাতসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন মহিলা মেম্বার সেলিনা বেগম।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/নির্ঝর