![সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/09/vi‡v‡iæªwv&i_71555.jpg)
মাদারীপুর, ০৮ এপ্রিল, এবিনিউজ : সাংবাদিকে গাছে বেধেঁ নিযার্তন ও গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করায় আজ রবিবার সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন আয়োজন করে, মাদারীপুর প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মাদারীপুর জেলা শাখা। মাদারীপুর প্রেসক্লাব ও বিএমএসএফ পক্ষ থেকে বলা হয় আগামী ৪৮ঘন্টা মধ্যে সাংবাদিক শহিদুলকে নিঃশর্ত মুক্তির না দিলে সারা দেশে কঠোর কর্মসূচি দেয়া হবে।
মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গিয়ে শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগরে হামলার শিকার হয়েছেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম। এবং এই ব্যপারে মামলা করতে গেলে উল্টো তার বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরণ করেছে কালকিনি থানা পুলিশ। আর সেই কারনে মাদারীপুর জেলা প্রশসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মাদারীপুর জেলা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসম বিভিন্ন সাংবাদিকরা শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি ও যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক শাজাহান খান, সদস্য গোলাম মাওলা আকন্দ, জহিরুল ইসলাম খান, মনির হোসেন বিলাশ, আয়শা আকাশী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান,সাংবাদিক বিএমএসএফ মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক সাব্বির হোসেন আজিজ, সহ-সভাপতি মেহেদঅ হাসান সোহাগ, রফিকুল ইসলাম মিন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবীর সহ মাদারীপুর জেলা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সচেতন নাগরীগ বৃন্দ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান