শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাশরাফি বিন মর্তুজাকে অবসর ভেঙ্গে ফিরে আসার দাবিতে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

মাশরাফি বিন মর্তুজাকে অবসর ভেঙ্গে ফিরে আসার দাবিতে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

মাশরাফি বিন মর্তুজাকে অবসর ভেঙ্গে ফিরে আসার দাবিতে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল, ০৯ এপ্রিল, এবিনিউজ : মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদে ফিরে পাবার দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় শহরের উপজেলা গেট চত্বরে ক্রীকেটপ্রেমী মাশরাফি ভক্ত ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই নিসচা, চেতনা অটো, বাজাজ বন্ধু, এ টু জেড ডিজিটাল আইডিয়াল স্কুল এবং লোহাগড়া ও নড়াইলবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১ঘন্টা স্থায়ী মানববন্ধনে নিসচার সদস্য, ক্রীকেটপ্রেমী মাশরাফি ভক্ত,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম মুন,নিরাপদ সড়ক চাই নিসচার কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম,নিসচার সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সা. সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা সরদার আব্দুল হাই, ব্যাবসায়ী বাজাজ বন্ধুর পরিচালক শুকেন্দ্র মজুমদার, এ টু জেড ডিজিটাল আইডিয়াল স্কুলের পরিচালক শফিকুল আলম হিরা,শ্রমিক নেতা মিন্টু, নড়াইল জেলা ছাত্রলীগের জেলা সহ-সভাপতি প্রমূখ। এ সময় বক্তারা, টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফিকে ফিরে পেতে মাননীয় প্রধান মন্ত্রীর সফল ভারত সফর শেষে ফিরে এসে বিসিবির সাথে আলোচনা করে টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফিকে ফিরে পাবার জোর দাবি জানান।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত