রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়েছে প্রতিপক্ষরা

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়েছে প্রতিপক্ষরা

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়েছে প্রতিপক্ষরা

নড়াইল ০৯ এপ্রিল, এবিনিউজ : নড়াইলে শাহাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোল্যাকে (৭০) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল পৌরসভার গাড় চোরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাশেম মোল্যা জানান, নড়াইল শহর থেকে গ্রামের বাড়ি সরসপুর যাওয়ার পথে গাড় চোরা বাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে বেধড়ক মারপিট করে তারা। আহত আবুল কাশেমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশেম মোল্যার জামাতা শাহাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না বলেন, সম্প্রতি এলাকায় খেলাধূলাকে কেন্দ্র করে সংঘটিত একটি মারামারির ঘটনা মিমাংসা করার জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার শ্বশুরকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত