শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়িতে ৮৭ গ্রুপ কাজ ভাগ-বাটোয়ারা

খাগড়াছড়িতে ৮৭ গ্রুপ কাজ ভাগ-বাটোয়ারা

খাগড়াছড়ি, ১০ এপ্রিল , এবিনিউজ : খাগড়াছড়ি জেলা পরিষদ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিনা নোটিশে ৮৭ গ্রুপ উন্নয়ন প্রকল্পের প্রায় ১৫ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা প্রতিবাদে বঞ্চিত ঠিকাদাররা জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। আজ সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কক্ষে উপস্থিত ঠিকাদাররা এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির বিশিষ্ট ঠিকাদার ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এসএম সফি, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মোবিন,সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারল আলম, সদস্য হোছেন আহম্মদ চৌধুরী, উপদেষ্টা মো. মোজাহার আলী প্রমূখ। এর আগে গত রবিবার (০২ এপ্রিল) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে ২০১৬-১৭ অর্থবছরে বিনা টেন্ডারে ৮৭ গ্রুপ উন্নয়নমূলক প্রকল্পের প্রায় ১৪ কোটি ৮০ লাখ টাকার কাজ গোপনে ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিষয়ে প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ঠিকাদারা।

এবিএন/ইব্রাহিম শেখ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত