মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল, এবিনিউজ : সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড.মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদীনা শরীফের মসজিদে নববীর খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে জাহাজে চরে পরিদর্শন করলেন পদ্মা সেতু এলাকা।রোববার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে বি আই ডব্লিউ টি সির জাহাজ মধুমতিতে চরে এ ভ্রমণ কর্মসুচিতে আরো অংশগ্রহন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন ও ধর্ম মন্ত্রী অধ্যাপক মতিউর রহমান। তিন ঘন্টায় ব্যাপী ভ্রমণের এই সময়ে বিদেশি অতিথিদের উদ্দেশ্য মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে
ইসলামী ফাউন্ডেশন। এসময় দেশ সেরা শিল্পীরা হামদ, নাত পরিবেশন করেন। সেতু এলাকা পরিদর্শন শেষে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের কাছে তাঁর অনুভূতি ব্যক্ত কালে বলেন, বিদেশী সাহায্য ছাড়া নিজস্ব অর্থায়নে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর মতোতো বড় একটা প্রকল্প হাতে নিয়েছেন এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
এবিএন/ আতিকুর রহমান টিপু /জসিম/ইমরান