
হবিগঞ্জ, ১০ এপ্রিল, এবিনিউজ : আজ সোমবার দুপুরে জেলা বাসদ ও সিপিবির উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অকাল বন্যায় জেলার বিভিন্ন স্থানে নদী ভেঙ্গে ও পাহাড়ী ঢলে ক্ষেতের ফসল পানিতে তলিয়ে গেছে। ফসল হারিয়ে কৃষকরা এখন সর্বশান্ত। দুপুরে খোয়াই মুখ এলাকা থেকে কৃষদের কে নিয়ে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নীমতলায় সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থা ,আর্থিক অনুদান প্রদান,নদীর স্থায়ী বাধ নির্মাণ, কৃষি ঋণ মওকুফ দাবী করেন, দায়ী পানি উন্নয়ন কর্মকর্তাদের শাস্তির দাবীও জানান। বক্তব্য রাখেন হাবিবুর রহমান,জুনায়েদ আহম্মেদ, পীযুস চক্রবর্তী,সম্পা বসু,লোকমান আহম্মেদ প্রমুখ।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/তোহা