![ঘাতক ট্রাক হত্যা করলো বেবীকে, বাবা-মাকেও পাঠালো হাসপাতালে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/11/road-acc@abnews_71908.jpg)
মুন্সিগঞ্জ , ১১ এপ্রিল , এবিনিউজ : ঘাতক ট্রাক নিজ গ্রামে যেতে দিলনা বেবী কে। ঘাতক ট্রাক হত্যা করলো তাকে এবং গুরুতর আহত করে তার বাবা- মাকেও পাঠালো ঢাকা মেডিকেলে। টঙ্গীবাড়ী উপজেলার বলই গ্রামে এই সড়ক দুর্ঘটনায় বেবি বেগম (৪০) নামের ঐ মহিলা নিহত এবং তার বাবা সামাদ মোল্লা ও মা রহিমা বেগম গুরুতর আহত হয়েছে। আশংঙ্কাজনক অবস্থায় আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে
জানাগেছে, নিহত বেবি ও তার বাবা,মা সিএনজি যোগে গতকাল সোমবার ঢাকার চুনকুটিয়ার ভাড়া বাড়ি থেকে নিজ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কালুরগাও গ্রামে যাচ্ছিলেন। পথমধ্যে টঙ্গীবাড়ী-বালিগাওঁ সংযোগ সড়কের বলই এলাকায় দুপর ২টার দিকে ওই সিএনজিকে একটি ট্রাক ঢাকা মেট্রো ড-১৪-৫৫০৯ পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে বেবি বেগম নিহত ও তার বাবা, মা আহত হয়।
এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালক তাজুল ইসলামকে আটক করে পুলিশে সোর্পদ্দ করেছে। টঙ্গীবাড়ী থানা এসআই নুরুল ইসলাম জানান , ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর