শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজবাড়ীতে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজবাড়ীতে সাংবাদিকদের  মতবিনিময় সভা

রাজবাড়ী, ১২ এপ্রিল, এবিনিউজ : জাগ্রত বিবেক, দূর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই” এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে রাজবাড়ীতে দূর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে এ সভায়

১১ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ীর খলিফা পট্টির সমবায় টাওয়ার-১ (৩য় তলায়) সচেতন নাগরিক কমিটি (সনাক)’র কার্যালয়ে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাজবাড়ী সনাক এরিয়া ম্যানেজার মোঃ তাহের হোসেনের সঞ্চালণায় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন সনাকের সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর শংকর চন্দ্র সিনহা।

সনাকের দূর্নীতিবিরোধী প্রয়াস এবং সাংবাদিকদের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টিআইবি’র উদ্যোগ বিষয়ক কার্যপত্র উপস্থাপন করেন সনাকের এরিয়া ম্যানেজার মো: আবু তাহের এবং সেবাসমুহের স্বচ্ছতা নিশ্চিত কল্পে গণমাধ্যমের প্রতি প্রত্যাশা প্রকাশ করেন ।

এসময় বক্তব্য রাখেন সনাক সদস্য সাবেক অধ্যক্ষ মো: নুরুজ্জামান, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, প্রথম আলোর এজাজ আহম্মেদ, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, দিপ্ত টিভির প্রতিনিধি মোঃ রুবেলুর রহমান সনাক সদস্য এডঃ নাজমা সুলতানা, সনাক সদস্য জেমস হাওলাদার প্রমুখ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, সমকাল’র সৌমিত্র শিল, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি মোঃ ইমরান, রাজবাড়ী কণ্ঠ পত্রিকার স্টাফরিপোর্টার শেখ রঞ্জু আহাম্মেদ, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান।

মতবিনিময় সভার কর্মসূচির উদ্দ্যেশে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক জাহাঙ্গীর হোসন।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত