শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের উদ্বোধন

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের উদ্বোধন

খাগড়াছড়ি, ১২ এপ্রিল, এবিনিউজ : পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈ-সা-বি উৎসব খাগড়াছড়িতে বর্নাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

উদ্বোধন শেষে পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণিল পোশাকে তরুন-তরুনী ও বিভিন্ন বয়সের জাতি-গোষ্ঠীর হাজারো নারী-পুরষের অংশ গ্রহণে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়াটার ফেসিটবল বা পানি উৎসব ও গড়িয়া নৃত্যসহ মনোজ্ঞ ডিসপ্লে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মতিউর রহমান, ডিজিএফআই খাগড়াছড়ি অধিনায়ক মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহমেদ খান ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশুইপ্রু চৌধুরী অপু, সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এবিএন/ইব্রাহিম শেখ/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত