![শাহজালাল মাজার এলাকা থেকে ১১টি মর্টার শেল উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/12/3652.abnews24_72233.jpg)
সিলেট, ১২ এপ্রিল, এবিনিউজ : সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়া সাল্লামের মাজার এলাকা থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নির্মাণাধীন সড়কের গর্ত খুঁড়তে গিয়ে এ মর্টার শেলগুলো পাওয়া যায়। নির্মাণ শ্রমিকরা জানান, সড়কের জন্য গর্ত করতে গিয়ে তারা মর্টার শেল গুলো দেখতে পান। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এগুলো মর্টার শেল বলে নিশ্চিত করে। উদ্ধার হওয়া ১১টি মর্টার শেলের মধ্যে ৫টি ছোট এবং ৬টি বড় আকৃতির। মহান মুক্তিযুদ্ধের সময় এ মর্টার শেলগুলো ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এবিএন/শংকর রায়/জসিম