শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • স্ত্রীকে চড় দেয়ায় সন্ত্রাসীদের দিয়ে ভাংচুর লুটপাট

স্ত্রীকে চড় দেয়ায় সন্ত্রাসীদের দিয়ে ভাংচুর লুটপাট

স্ত্রীকে চড় দেয়ায় সন্ত্রাসীদের দিয়ে ভাংচুর লুটপাট

মাদারীপুর, ১২ এপ্রিল, এবিনিউজ : জেলার মস্তফাপুর গাছিবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার স্ত্রী লাকি বেগমকে চড় দেয়ায় ঐদিন গভীর রাতে মাসুম গাছির স্ত্রীর বাড়ীর লোকজন বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে বাড়ীঘর ভাংচুরসহ সোনা-গয়না, টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এবং ৪মাসের গর্ভবতী মহিলাকে লাথি দিতেও ভুল করেনি। এতে এলাকবাসী ক্ষিপ্ত হয়ে ধাওয়া করলে ৯টি মোটরসাইকেল রেখেই সবাই পালিয়ে যায়। পরে পুলিশ এসে সেইগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।আজ বুধবার দুপুরে এব্যপারে একটি ডাকতি মামলা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে মাসুমগাছির মাকে মারলে (স্বামী) মাসুমগাছি এসে কথাকাটাকটির একপর্যায় (স্ত্রী) লাকি বেগমকে একটি চড় দেয় এরপরই লাকি বেগম বাবার বাড়ী চলে যায়। তবে হঠাৎ গতকাল মঙ্গলবার গভীররাতে ২০-৩০জন সন্ত্রাসী নিয়ে মোটরসাইকেল যোগে হাতে দেশীও অস্ত্রনিয়ে অর্তকিত হামলা চালিয়ে বাড়ীঘর কুপিয়ে ভাংচুর করে। এবং সোনাগয়ণা টাকাপয়সা লুট করে নিয়ে যায়ার সময় এলাকাবাসী চিৎকার শুনে কাছে আসতেই ৯টি মোটরসাইকেল রেখেই পালিয়ে যায়। তবে এদের মধ্যে এক মটরসাইকেল চালক লক্ষিগঞ্জ এলাকার সবুজ ঢালী(৪০) নামে একজনকে আটকে রাখতে সঙ্গম হয় এলাকাবাসী। পরে মাদারীপুর সদর থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেসহ একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর থানার এস.আই মো. হাসান জানান, আমরা ঘটনাটি শুনেই ঘটনাস্থলে এসে দেখি বাড়ীঘর ভাংচুর করেছে এবং ৯টি মটরসাইকেলসহ একজনকে আটক করে রেখেছে এলাকাবাসী। আমরা মটরসাইকেল ও একজনকে আটক করে থানায় নিয়ে যাবো এবং মামলার ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত