শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জঙ্গি রিপনের ফাঁসি উপলক্ষে সিলেট কারাগারে ব্যাপক নিরাপত্তা

জঙ্গি রিপনের ফাঁসি উপলক্ষে সিলেট কারাগারে ব্যাপক নিরাপত্তা

জঙ্গি রিপনের ফাঁসি উপলক্ষে সিলেট কারাগারে ব্যাপক নিরাপত্তা

সিলেট, ১২ এপ্রিল, এবিনিউজ : হরকাতুল জিহাদের অন্যতম শীর্ষ জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগারের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারাগারে প্রবেশ পথসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা থেকে নগরীর জেলরোড থেকে বন্দরবাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এমনকি এ সড়কের সকল দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মূসা বলেন, জঙ্গি রিপনের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কারাগার ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া জেলরোড সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পোশাকি ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত