![জঙ্গি বিপুলের দাফন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/13/chadpur-bipul-deadbody_72286.jpg)
চাঁদপুর, ১৩ এপ্রিল, এবিনিউজ : কঠোর পুলিশি প্রহরায় গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বকশি পাটওয়ারী বাড়িতে জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩৮ মিনিটে বকশি পাটওয়ারী বাড়ির উঠানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মধ্যতরপুরচণ্ডী আলী দাখিল মাদ্রাসার সহ সুপার হেলাল উদ্দিন পাটোয়ারী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার রাত ১০টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিপুলের ফাঁসি কার্যকর হয়। এরপর ভোর ৪টা ৩০ মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দু’টি গাড়ি বাড়িতে পৌঁছায়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন। মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলার পাঁচ আসামির মধ্যে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা ‘মুফতি’ আব্দুল হান্নান, জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ডাদেশ এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু’জনের মধ্যে ‘মুফতি’ হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে বিপুলের সঙ্গেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। একই সময়ে অন্য জঙ্গি রিপনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে সিলেট কেন্দ্রীয় কারাগারে।
এবিএন/জনি/জসিম/জেডি