![১০০ পুরিয়া হেরোইন সহ রিক্সা চালক গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/13/heroin@abnews_72328.jpg)
রাজবাড়ী, ১৩ এপ্রিল, এবিনিউজ : রাজবাড়ী সদর থানা পুলিশ কৃর্তৃক হেরোইন সহ রিক্সা চালক গ্রেফতার। গ্রেফতারকৃত মোকসেদ আলী শেখ (৪৫) রমাকান্তপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে। জানা গেছে এস আই রঞ্জন বিশ্বাস ও এস আই মো. জাহিদুল ইসলাম জিকু শ্রীপুর সড়ক ও জনপথ ভবনের সামনে থেকে ১০০ পুরিয়া হেরোইন সহ মোকসেদ কে গ্রেফতার করেন।
এস আই রঞ্জন বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর সড়ক ও জনপথ এর সামনে থেকে ১০০পুরিয়া হেরোইন সহ রিক্সা চালক মোকসেদ কে গ্রেফতার করা হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর