![৪৬ বছর পর আদালতে মুক্তিযোদ্ধা নুরুল আফছার হত্যা মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/13/@@2_72417.jpg)
সোনাগাজী(ফেনী)১৩ এপ্রিল, এবিনিউজ : হত্যাকান্ডের ৪৬ বছর পর সোনাগাজীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল আফছার হত্যা মামলা দায়ের হয়েছে। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক সিরাজ উদ্দিন ইকবালের আদালতে আজ বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করা হয়।মামলার বাদী শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছারের ছোট ভাই ইতালী প্রবাসী গোলাম কিবরিয়া বাবুল।
বাদী পক্ষের আইনজীবি এড. জাহাঙ্গীর আলম নান্টু জানান, আদালত বাদীর জবানবন্দি শুনে মামলার আরজি গ্রহণ করেছেন এবং আদেশের অপেক্ষায় রেখেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত মামলায় সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, সাবেক কমান্ডার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম কাজি ও রাজাকার শাহজাহান আকবর এর উল্লেখ করে অজ্ঞাত আরো ৭ জনকে আসামী করা হয়েছে।
সোনাগাজী মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা জানান,বর্তমান কমান্ডার নাছির উদ্দিন ও রাজাকার কমান্ডার শাহজাহান আকবর আপন সহোদর।৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে তালিকাভুক্ত রাজাকার কমান্ডার শাহজাহান পালিয়ে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা নুরুল আফছার তাকে আটক করে।ভাইকে রক্ষা করতেই নাছির উদ্দিন ও তার সহযোগীরা বিজয়ের পূর্ব মুহুত্বে ১১ ডিসেম্বর ভোরে নুরুল আফছার কে হত্যা করে।তারা আরও জানান, নুরুল আফছার কে হত্যার পর বিষয়টি যেন অন্য মুক্তিযোদ্ধারা বুঝতে না পারে সে জন্য রাজাকারদের হামলায় নিহত হয়েছে প্রচার চালিয়ে তড়িঘড়ি নুরুল আফছারের মৃতদেহ দাফন করে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন জানান, শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছার সোনাগাজী অঞ্চলে ভারত থেকে প্রশিক্ষন প্রাপ্ত প্রথম মুক্তিযোদ্ধা। উপজেলার বাদামতলি গ্রামের রশিদ মেম্বার বাড়ীতে ক্যাম্প করে উপজেলার সর্বত্র গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযোদ্ধা নুরুল আফছার সোনাগাজী সদর ইউনিয়নের ফরাজী বাড়ীর মৌলভী আহম্মদ করিমের বড় ছেলে।তার পুরো পরিবারের সদস্যরা ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/স্বপ্না