বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশের ওজন: দাম ৭ হাজার টাকা

২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশের ওজন: দাম ৭ হাজার টাকা

২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশের ওজন: দাম ৭ হাজার টাকা

মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল, এবিনিউজ : অবিশ্বাস্য হলেও সত্যি। ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে পদ্মাপারের জেলেদের জালে। আর সেটি বিক্রি হয়েছে ৭ হাজার টাকায়। বৃহস্পতিবার ভোরে শরীয়তপুরের সুরেশ্বর এলাকার এক জেলে এ ইলিশটি আড়তে আনেন। এ সময় তিনি মাছটির ৬ হাজার ৫০০ টাকা ডাক তোলেন। মাওয়া এলাকার পাইকারি বিক্রেতা মো. রাজিব এই ইলিশটি ৭ হাজার টাকায় কিনে নেন।

মুন্সিগঞ্জের মাছ ব্যবসায়ীরা জানান, বড় আকারের ইলিশ এমনিতে পাওয়া দুর্লভ। এগুলোর দাম এমনিতেই একটু বেশি থাকে তবে পহেলা বৈশাখের কারণে বড় আকারের ইলিশ আরো বেশি দামে বিক্রি হচ্ছে। আর মাত্র ১দিন বাকি পহেলা বৈশাখের। পান্তা ইলিশের আয়োজনকে কেন্দ্র করে ইলিশ কেনার আশায় দূর দূরান্ত থেকে অনেকেই ছুটছেন মাওয়ার পদ্মাপারে। এসব কিছুকে কেন্দ্র করেই পদ্মার ইলিশের বাজারে এখন আগুনের উত্তাপ।

রাজধানীর বিভিন্ন পাইকার, স্থানীয় খুচরা বিক্রেতাদের পাশাপাশি বিত্তবান অনেক ক্রেতা খুব ভোরে মাওয়ায় এসে এসব ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন বেশি দাম দিয়ে।

নাদিম মৎস্য আড়তের পরিচালক মো. জালাল মৃধা জানান, বুধবার সকালে চাঁদপুর সংলগ্ন পদ্মা নদীর নামা এলাকা থেকে দেড়-কেজির সমান বা তার বেশি ওজনের একটি ইলিশ তাদের আড়তে আসে। পরে মাছটি সাড়ে ৫ হাজার টাকায় রাজধানীর এক পাইকার কিনে নিয়ে যান। এছাড়া সোয়া কেজি ওজনের দুটি মাছ ১০ হাজার টাকায় করে বিক্রি করা হয়েছে। ১ কেজির কম পরিমাপের বিভিন্ন সাইজের এক হালি ইলিশ প্রকারভেদে ৭ হাজার থেকে ৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে এক কেজির বেশি পরিমাপের বড় সাইজের ইলিশ এখন পাওয়াই যাচ্ছে না বলে তিনি জানান।

হাজী রহমান মাদবর মৎস্য আড়তের মালিক মো. চান মিয়া মাদবর জানান, গত কয়েকদিন থেকে এখানে পদ্মার বড় ইলিশের খুবই সঙ্কট রয়েছে। এক কেজি ওজনের ইলিশও পাওয়া যাচ্ছে না। মাত্র দু’দিন আগেও ইলিশের পাইকাররা ১ কেজির সামান্য কম ওজনের ৪টি ইলিশ ৭ হাজার টাকা দিয়ে বিক্রি করা হলেও গত সোমবার থেকে এসব ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬হাজার টাকায়।

তিনি আরো জানান, সোমবার ভোরে শরীয়তপুরের সুরেশ্বর এলাকার নামার পদ্মা থেকে জেলেরা বড় ভিন্ন ভিন্ন সাইজের কয়েকটি ইলিশ তার আড়তে আনেন। এ সময় মাছগুলো তিনি ডাকে ১৫-১৬ হাজার টাকায় বিক্রি করেন। ঢাকার এক পাইকার দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ও এক কেজি পরিমাপের কম ওজনের ৪টি ইলিশ মাছ ২২ হাজার টাকায় কিনে নিয়ে যান।

বিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত