![জিন্দাবাজারে ছিনতাইকারীর হাতে যুবক খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/13/sintikary.abnews24_72497.jpg)
সিলেট, ১৩ এপ্রিল, এবিনিউজ : সিলেট নগরীর জিন্দাবাজারে ছিনতাইকারীদের হাতে আসাদুজ্জামান রিপন (২৭) নামেরএক যুবক খুন হয়েছেন। ওই যুবকের বাড়ি নীলফামারিতে।
জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আসাদুজ্জামান রিপন তার স্ত্রীকে নিয়ে কদমতলি বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে দরগাহ গেইট এলাকায় যাচ্ছিলেন। জিন্দাবাজারে আসার পর ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। রিপন ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন আজ বৃহস্পতিবার দুপুরে রিপনের আত্মীয়স্বজন তার লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এবিএন/শংকর রায়/জসিম