শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘বিকেল ৫টায় বর্ষবরনের সকল অনুষ্ঠান শেষ করতে হবে’

‘বিকেল ৫টায় বর্ষবরনের সকল অনুষ্ঠান শেষ করতে হবে’

‘বিকেল ৫টায় বর্ষবরনের সকল অনুষ্ঠান শেষ করতে হবে’

সিলেট, ১৪ এপ্রিল, এবিনিউজ : সিলেটে শান্তিপূর্ণ ও নিরাপত্তার কথা বিবেচনা করে উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠানসমূহ বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি জেদান আল মূসার পক্ষ থেকে পুলিশ কমিশনারের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে। এমনকি বর্ষবরণের অনুষ্ঠান সসম্পর্কে এসএমপি এর সকল সংশ্লিষ্ট থানা এবং উপপুলিশ কমিশনার কার্যালয়ে আগে থেকে অবহিত করতে হবেও সেখানে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্ষবরণ অনুষ্টানে আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তাকর্মী বা স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ করে সার্বিক আইনশৃঙ্খলার প্রতি সজাগ থাকতে হবে। আতশবাজি, ফটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।

মোটরসাইকেল চালক ব্যাতিত অন্য কোন আরোহী বহন করাতেও নিষেধ করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এমনকি বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহন থেকেও বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে কোন ধরণের রং ছিটানো যাবে না। অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্যও প্রেরিত বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত