![পহেলা বৈশাখে সিলেটে প্রতিবন্ধিদের মাঝে নতুন পোষাক বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/15/@@_72773.jpg)
সিলেট, ১৫ এপ্রিল, এবিনিউজ : বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে ১লা বৈশাখে প্রতিবন্ধিদের মাঝে মধ্যে নববর্ষের শুভেচ্ছা উপহোর হিসাবে নতুন পোষাক বিরতণ করা হয়।
সিলেটের ওলীকুল শিরোমণি হযরত শাহ্জালাল (রহ.)’র দরগাহ শরীফে গত বৃহস্পতিবার রাতে ও পরদিন শুক্রবার খাদিমনগরের হযরত শাহ্পরান (রহ.)’র দরগাহ্ শরীফে শতাধিক প্রতিন্ধিদের হাতে নতুন পোষাক তুলে দেয়া হয়।’
ব্যক্তিগত অর্থায়নের প্রতিবন্ধিদের মধ্যে পোষাক বিতরণ করেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সুনামগঞ্জ জেলার সদস্য সচিব, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির ডেপুটি ডিরেক্টর, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ‘দ্যা বাংলাদেশ টুডের, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ। ’
এ সময় অন্যদের মধ্যে হযরত শাহ্পরান দরগাহ শরীফের খাদেম ফিরোজ, খাদেম গিয়াস উদ্দিন, খাদেম শাকিল আহমদ, হাফেজ জাহিদুল হাসান, সাংবাদিক আবেগ রহমান , পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির কো-অর্ডিনেটর যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী, সঞ্জয় তালুকদার টিটু, জুবেল ইসলাম , সাংবাদিক আজাদে মেয়ে তাহমিন সরোয়ার আদ্রিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/আবেগ রহমান জসিম/স্বপ্না