শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চুয়াডাঙ্গায় তিন ইউনিয়ন পরিষদের ৩ সদস্য পদে উপনির্বাচন ভোট গ্রহন

চুয়াডাঙ্গায় তিন ইউনিয়ন পরিষদের ৩ সদস্য পদে উপনির্বাচন ভোট গ্রহন

চুয়াডাঙ্গায় তিন ইউনিয়ন পরিষদের ৩ সদস্য পদে উপনির্বাচন ভোট গ্রহন

চুয়াডাঙ্গা, ১৬ এপ্রিল , এবিনিউজ : চুয়াডাঙ্গার ৩ ইউনিয়ন পরিষদের দু’টি সাধারণ সদস্য ও একটি সংরক্ষিত সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের চলছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখেতে নিয়োগ করা হয়েছে জুডিসিয়াল ম্যাজিস্টেট্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ওয়ার্ড তিনটি হলো- সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য, মোমিনপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য এবং দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য পদে ৪ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। তারা হলেন, আব্দুস সালাম (টিউবওয়েল), আশরাফুল হক ভুট্রো (ভ্যানগাড়ি), মিজানুর রহমান (ফুটবল) এবং মিজানুর রহমান মিন্টু (মোরগ)। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ২৬১৭ জন। ভোটকেন্দ্র রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়।

মোমিনপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১১১৮ জন। ভোট অনুষ্ঠিত হবে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ ওয়ার্ডে ৩ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। তারা হলেন- মুফতি মাহমুদা (ফুটবল), আমিনুল ইসলাম (মোরগ) এবং বকুল হোসেন (টিউবওয়েল)

তিনটি উপ-নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল হালিম ও মেহেরপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজা দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার ও ফকরুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

এছাড়া, প্রতিটি ভোট কেন্দ্রে ২২ জন পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালনে নিযুক্ত করা হয়েছে। অতিরিক্ত হিসেবে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকর ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে উপ-নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়, মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ৪ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটারের সংখ্যা ৮ হাজার ৯৩৮ জন। এরমধ্যে ৪ হাজার ৪৬৬ জন পুরুষ এবং নারী ভোটার সংখ্যা ৪ হাজার ৪৭২ জন।

নির্বাচনে মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রামনগর গ্রামের জবেদা খাতুন (হেলিকপ্টার), একই গ্রামের বিথি খাতুন (বক), রাশিদা বেগম (তালগাছ), দলিয়ারপুরের জামেনা খাতুন (মাইক), একই গ্রামের পারভীন আক্তার (সূর্যমুখী ফুল) এবং কলাবাড়ি গ্রামের রাশিদা খাতুন (কলম) প্রতীক নিয়ে লড়ছেন।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ওই ওয়ার্ডে নির্বাচিত সদস্য সাহার বানু গত বছরের ৬ ফ্র্রেরুয়ারি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুজনিত কারণে ওয়ার্ডটি শূন্য হয়।

এবিএন/সনজিত কর্মকার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত