বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে ৬টি ইউপিতে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ৫ স্তরের নিরাপত্তা

মাদারীপুরে ৬টি ইউপিতে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ৫ স্তরের নিরাপত্তা

মাদারীপুরে ৬টি ইউপিতে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ৫ স্তরের নিরাপত্তা

মাদারীপুর, ১৬ এপ্রিল , এবিনিউজ : আজ সকাল ৮টা থেকে মাদারীপুরের দুই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এজন্যে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য পাশাপাশি প্রতিটি ইউনিয়নে এক প্লাটুন বিজিবি, র‌্যাব ও ৩ জন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটারদের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্সের সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হবে জানিয়েছেন নির্বাচন অফিস। নির্বাচন অফিস জানান, সীমানা জটিলতা, একটি ইউনিয়ন থেকে দুটি ইউনিয়নে রূপান্তরসহ নানা কারনে বাদ পড়ে যাওয়া ৬টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন ও সাধারণ সদস্য পদে ১৫৬ জন প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করছেন। ৫৬টি ভোট কেন্দ্রে ২৫৪টি বুথে ৭৫ হাজার ৫৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু নঈম মোহম্মদ মারুফ বলেন, ইউপি নির্বাচনে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমানে আইন শৃংখলা বাহিনী নিয়োজিত করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোন বিশৃংখলা সৃষ্টি হয়নি।’

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত