![টঙ্গীবাড়ীতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/16/munshigonj@abnews_72837.jpg)
মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল , এবিনিউজ : টঙ্গিবাড়ী উপজেলায় বিভিন্ন স্কুল, মাদ্রাসায় নিয়মিত কর্মসূচীর অংশ হিসাবে দিনব্যাপী স্কুলের লাইব্রেরী জন্য মুক্তিযুদ্ধের ১৫ টি দলিল এবং বঙ্গবুন্ধর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন। এ সময় এটর্নি জেনারেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও মাদ্রাসা পরিদর্শন করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২ টা পযর্ন্ত টঙ্গিবাড়ী উপজেলার বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, মন্দির ও মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়গুলোর শির্ক্ষার্থীদের সঙ্গে শিক্ষার নানা বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধৃর আত্মজীবনী বই পড়ার জন্য সকলকে অনুরোধ করেন। পরে তিনি আউটশাহী ইউনিয়নের কাইচাইল দারুল উলুম মাদ্রাসা মসজিদে মুসুল্লিদের সাথে মত বিনিময় ও এতিমদের সাথে দুপুরে খাবার গ্রহন করেন। এতে সময় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি এটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ, আওয়ামীলীগ নেতা স্বপণ মাঝি, শিল্পপতি সফি আহম্মেদ, সমাজসেবক শান্ত খাঁন, লেখন সাইদুল ইসলাম অপু, কমু সিকদার, নাছির জুয়েল, আবুল খায়ের প্রমুখ।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর