![মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বাসুদেব মন্দিরে ২১ দিনব্যাপি অনুষ্ঠানমালা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/16/basudeb-mondir@abnews_72842.jpg)
মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল , এবিনিউজ : বাংলার অতি প্রাচীন জনপদ,পদ্মা,মেঘনা,ধলেশ্বরি,ইছামতি নদীর দ্বীপদেশ মুন্সিগঞ্জ-বিক্রমপুর। সু-প্রাচীন রাজাদের তা¤্র শাসনের অঞ্জলী থেকে শুরু করে পাল,সেন,বার ভুইয়া,মোঘলদের কীর্তিতে উজ্জল হয়ে একটি স্বাধীন বঙ্গ রাজ্যের রাজধানী বিক্রমপুরের কীতিময় অংশ এটি । মুন্সিগঞ্জ-বিক্রমপুর এক পূরাকীর্তি শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বাসুদেব জিউর বিগ্রহ মন্দিরটি বিগত ১৭২০ খ্রি: এ স্থাপিত প্রাচীন মন্দির।এ প্রাচীন মন্দিরটি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর পরগনায় সর্বজন পরিচিত হিসেবে বিবেচ্য।প্রাচীন এই মন্দিরটিতে প্রতি বছরের ন্যায় এবারো পহেলা বৈশাখ থেকে শুরু করে একুশে বৈশাখ পর্যন্ত আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।প্রথম পনের দিন শ্রীমদ্ভাগত গীতা পাঠ, ষোলই বৈশাখ থেকে ২০ শে বৈশাখ পর্যন্ত পাচ দিন ব্যাপী শ্রী শ্রী তারক ব্রক্ষ মহানাম সংকীর্তিন, একুশে বৈশাখ কীর্তন সমাপনান্তে শ্রী শ্রী বাসুদেবের ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণ করার ব্যবস্থা নিয়ে অতি-প্রাচীনতম এ মন্দিরের অনুষ্ঠান।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর