![মুন্সিগঞ্জে প্রিন্সিপাল আবুল কাশেম ট্রাস্টের বৃত্তি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/16/img_20170414_121915_72871.jpg)
মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল, এবিনিউজ : প্রিন্সিপাল আবুল কাশেম ট্রাস্ট ফান্ড এর উদ্যোগে ২০১৬ সালের এইচ.এস.সি এবং ২০১৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ বিভাগওয়ারী শীর্ষ ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর এ ট্রাস্ট থেকে শীর্ষ ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ছেলে মেয়েদের পড়া লেখার মান উন্নয়ন লক্ষ্যে এ বছরও রবিবার ১২টায় সরকারি হরগঙ্গা কলেজে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখায় মো: ইমরান হোসেন, ব্যবসায় শাখায় মোঃ মেহেদী হাসান ও মানবিক শাখায় মোঃ মুন্না গাজীকে এবং স্নাতক (সম্মান) পর্যায়ে প্রাণিবিজ্ঞান বিভাগে এঞ্জেল আক্তার, হিসাব বিজ্ঞান বিভাগে উর্মি আক্তার ও অর্থনীতি বিভাগে আয়েশা আক্তারকে শীর্ষ ফলাফলকারী হিসেবে মনোনীত করা হয়। এ ফান্ড থেকে মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে ১০হাজার এবং স্নাতক পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ও আবুল কাশেম ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা আবুল কাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহমেদ, শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নিশাত নাহারসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
আবুল কাশেম ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাশেম বলেন, কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য এ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবে তাদেরকেই বৃত্তি প্রদান করা হয়। ফলে অন্যান্য শিক্ষার্থীরাও বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের দেখে যেন অনুপ্রানিত হয়ে লেখাপড়ায় মনোযোগী হয়। এটাই এ ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান