![ফেনীতে চেয়ারম্যান হত্যার আসামী জেহাদ চৌধুরী অস্ত্রসহ আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/16/abnews-24.comab_72884.jpg)
ফেনী, ১৬ এপ্রিল, এবিনিউজ : ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার অন্যতম খুনী জাহিদ হোসেন চৌধুরী জেহাদ (৪২)কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ফেনী পৌরসভার খাজুরিয়া রাস্তার মাথায় তার গাড়ী তল্লাশী করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ১টি বিদেশী রিভালবার ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করে ফেনী মডেল থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাশেদ খান চৌধুরী জেহাদ চৌধুরীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। জেহাদ চৌধুরীকে ফেনী মডেল থানায় নেয়া হয়েছে।তার বিরুদ্ধে অস্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। জেহাদ চৌধুরী চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী। সে বর্তমানে জামিনে রয়েছে। আজ ওই মামলার ৬ জনের সাক্ষ্য গ্রহনের কথা ছিল। সে ফেনীর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পুলিশের হাতে আটক হন। জেহাদ চৌধুরী ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মোজাম্মেল হক চৌধুরীর ছেলে। চেয়ারম্যান একরামের এক সময়ের ঘনিষ্ট সহচর জাহিদ আনন্দপুর ইউপির চেয়ারম্যান নির্বাচন নিয়ে তার রাজনৈতিক গুরুর সাথে বিরোধে জড়িয়ে একে অপরের চরম শত্রুতে পরিনত হয়।আনন্দপ্রু ইউপি নির্বাচনে চেয়ারম্যান একরাম বর্তমান ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার কে সমর্থনের জেরে জাহিদের সাথে শত্রুতা চরম আকার ধারন করে। ফলশ্রুতিতে ফেনীর রাজনীতির মেরুকরনে জাহিদ একরামের প্রতিদ্ধন্ধিদের সাথে একজোট হয়ে সরাসরি একরাম হত্যায় অংশগ্রহন করে। যেই কারনে একরাম-জাহিদ চরম শত্রুতে পরিনত হয় সেই হারুন মজুমদারও একসময়ে একরামের বিরোধী স্বদলীয় রাজনৈতিক বলয়ে চলে যায়।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা