![মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/16/rehana@@_72912.jpg)
মাদারীপুর, ১৬ এপ্রিল, এবিনিউজ : মাদারীপুরের রাজৈর ও কালকিনি উপজেলার ৬টি ইউনিয়নের র্নিবাচনের ভোটগ্রহন শেষ। পূর্ব এনায়েত নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী(আনারস মার্কা) রেহানা আকন। ৩৬৮৮ ভোট পান। আওয়ামীলীগের প্রার্থী নৌকা মার্কা) বাদল তালুকদার ৩৪৮৮ ভোট পান। রেহানা আকন ২০০ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে জয় লাভ করেন। এবং সাবেক এনায়েত নগর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শহীদুল্লাহ মারুফ জয়ী হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব এনায়েতনগরের আওয়ামী লীগের সমর্থিত প্রাথী বাদল তালুকদারের সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেহানা আকনের সমর্থকরা বাঁধা দেয়। এক পর্যায়ে উভয়ে মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলা পুলিশ প্রশাসন তাৎক্ষনিক ব্যবস্থা নিলে উভয়পক্ষের লোকজন সরে যায়। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করার এক ঘন্টাপর ভোট গ্রহন শুরু হয়েছে। এদিকে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বুলবুল মহেন্দ্র নামে এক পুলিং অফিসারকে কর্তব্য অবহেলার কারণে নির্বাচন কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।
মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ওই ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় কেন্দ্রটি সাময়িক স্থগিত রাখা হয়েছিল এবং ১ঘন্টা পর আবার ভোট গ্রহন শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবেলা র্যাব, পুলিশ ও বিজিবি পাঠানো হচ্ছে।
উল্লেখ্য সীমানা জটিলতা, একটি ইউনিয়ন থেকে দুটি ইউনিয়নে রূপান্তরসহ নানা কারনে বাদ পড়ে যাওয়া কালকিনি উপজেলার ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন ও সদস্য পদে ৬৪ জন এবং রাজৈর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন ও সদস্য পদে ১শ’ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কালকিনিতে ১৭ হাজার ৮শ’ ৫০ জন ও রাজৈরের ৫৭ হাজার ৭শ’ ৫১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনের এব্যাপারে মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস বলেন ছোটখাট দুএকটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাদ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/স্বপ্না