![মুন্সীগঞ্জে “শেখ হাসিনার বিশেষ উদ্যোগ” ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/04/16/dio-2@@_72915.jpg)
মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল, এবিনিউজ : “শেখ হাসিনার বিশেষ উদ্যোগ” ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস মুন্সীগঞ্জের আয়োজনে আজ রবিবার বেলা ১১টার সময় মুন্সীগঞ্জ সার্কিট হাউজ সভাকক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক (উপ-সচিব) আবু সালেহ মো: মহিউদ্দিন খা ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা, উপজেলার চেয়ারম্যানবৃন্দ, জেলার সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, মুন্সীগঞ্জ জেলায় কর্মরত উলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রীর “ শেখ হাসিনার উদ্যোগ” ব্রান্ডিং বিষয়ক ১০টি বিষয়ে উন্নয়নের উপর বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ ধরনের অনুষ্ঠান তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। এছাড়া, মতবিনিময় সভায় বিভাগীয় প্রধানগণ ১০টি ব্রান্ডিং বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন চিত্র তুলে ধরেন। সভাপতি মহোদয় জেলার সকল বিভাগকে ব্রান্ডিং বিষয়ে কর্যক্রম আরো বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার
এবিএন/মো. মনির হোসেন/জসিম/স্বপ্না